ওয় আলাইকুমুস সালাম। বিষয়টি নিয়ে ফকীহদের মাঝে মতভেদ আছে। একবার ঘুম থেকে উঠতে দেরী হওয়ার কারণে রাসূলুল্লাহ সা. নিষিদ্ধ সময় পার হওয়ার ফজরের নামায আদায় করেছিলেন। এই কারণে হানাফী মাজহাবের আলেমগণ বলেছেন, নিষিদ্ধ সময় পার হওয়ার পর ফজরের নামায পড়বে। অনেক ফকীহ ঘুম থেকে উঠেই নামায পড়তে বলেছেন। এটাও হাদীসে আছে।