আমি গত ৪-৪-২০২৪ তারিখে আদালতে গিয়ে স্ত্রীকে তালাক দিয়েছি। তালাকের পিছনে আমি দায়ী নই। আমার স্ত্রী রাগ করে এবং আধুনিকতার দোহাই দিয়ে আমার নামে মামলা করেছে, তারপর আদালত থেকে আমাদের খোলা তালাক হয়। যেখানে আমি তালাক শব্দটি একে বারের জন্যও বলিনি। আমার সাবেক স্ত্রী শেষ দিকে তালাকের আগে আমার কাছে ফিরে আসতে চেয়েছিল কিন্তু তার পরিবার আসতে দেয়নি। এখন কী আমাদের আবার বিয়ে করার বা এক হওয়া সুযোগ আছে?