আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6936

বিবাহ-তালাক

প্রকাশকাল: 13 মে 2024

প্রশ্ন

আমি গত ৪-৪-২০২৪ তারিখে আদালতে গিয়ে স্ত্রীকে তালাক দিয়েছি। তালাকের পিছনে আমি দায়ী নই।  আমার স্ত্রী রাগ করে এবং আধুনিকতার দোহাই দিয়ে আমার নামে মামলা করেছে, তারপর আদালত থেকে আমাদের খোলা তালাক হয়। যেখানে আমি তালাক শব্দটি একে বারের জন্যও বলিনি। আমার সাবেক স্ত্রী শেষ দিকে তালাকের আগে আমার কাছে ফিরে আসতে চেয়েছিল কিন্তু তার পরিবার আসতে দেয়নি। এখন কী আমাদের আবার বিয়ে করার বা এক হওয়া সুযোগ আছে?

উত্তর

আদালতের তালাকের বিস্তারিত বিবরণসহ কাগজপত্র নিয়ে স্থানীয় কোন অভিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করে বিষয়টি জেনে নিবেন। আপনি যা লিখেছেন তা উত্তর দেয়ার জন্য যথেষ্ট নয়।