আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6920

সুদ-ঘুষ

প্রকাশকাল: 5 মে 2024

প্রশ্ন

আমার ২ মাস প্রায় বিয়ে হয়েছে, আমার হাজবেন্ট সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার এ আছেন। তার ইনকাম কি সুদের সাথে জড়িত? যদি সুদের সাথে জড়িত  হয় তাহলে কেয়ামতের মাঠে আমি কি তার সাথে অপরাধী হব? যেহেতু আমি তার দেওয়া ভরণ পোষণ ভোগ করি।
তার পরিবারের কিস্তি ৩টা, প্রতি মাসে তাদের সুদ দেওয়া হচ্ছে, আবার তার ৫লাখ টাকা লোন নেওয়া সোনালী ব্যাংক থেকে প্রতি মাসে সুদ সহ পরিশোধ হচ্ছে। আমি কি করতে পারি এই পরিস্থিতিতে।

উত্তর

সুদভিত্তিক ব্যাংকে চাকুরী করা না জায়েজ। ইনকাম হারাম। বিয়ের আগে এই সব বিষয়ে খোঁজ নেওয়ার দরকার ছিল। পুরো পরিবার সুদের সাথে জড়িত, এমন পরিবারে কীভাবে আত্মীয়তা করেছেন আপনার অভিভাবকরা তা বোধগম্য নয়। এই সব বিষয় নিয়ে অভিভাবকদের সাথে আলোচনা করুন। কীভাবে তাদের সুদ থেকে বের করা যায় তা নিয়ে সবাই মিলে চিন্তা করুন। যদি কোনভাবেই তারা বের হতে না চান তাহলে কি সারা জীবন সুদের মধ্যে থেকে আপনি জীবন কাটাবেন, অভিভাবকদের সাথে মিলে এই বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করুন।