আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 692

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 ডিসে. 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম? আছছা ভাই একই গ্রন্থের ভিতরে প্রকাশনী ভিন্ন হওয়ার কারনে হাদিস কেন কম বেশি হয়? বিস্তারিত জানাবেন,। ইনশা আল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ ভাই, প্রকাশনী ভিন্ন হওয়ার কারণে হাদীসের নাম্বার দেয়ার ক্ষেত্রে কখনো কখনে কম বেশী হয়। হাদীস কমবেশী হয় না। যেমন, কোন কোন সময় রাসূলুল্লাহ স. থেকে একটি হাদীস বর্ণনা করারা পর সে বিষয়ে কোন একজন সাহাবীর কথা কিতাবে থাকে। এখন নাম্বার দেয়ার ক্ষেত্রে কোন কোন গ্রন্থে রাসূলের কথাকে এবং সাহাবীর কথাকে দুইট হাদীস বানিয়ে নাম্বার দেয় আবার কোন কোন কিতাবে উভয়টিকে একই নাম্বারের অধিনে নিয়ে আসা হয়। এভাবে বিভিন্ন কারণে নাম্বারের কমবেশী হয়, মূল হাদীস খুব কমই কমবেশী হয়।