আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6918

শিরক-বিদআত

প্রকাশকাল: 5 মে 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মাজার পূজারীরা গান-বাজনার পোস্টারে যে “নারায়ে তাকবির, আল্লাহু আকবর ও নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ ” লাগায় এটা কি রকম গোনাহ? বা এটা কি রাসুলের শানেও আল্লাহর সাথে বেয়াদবি হয় না??

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এভাবে আল্লাহ ও রাসূল সা. এর অবমাননা করা হয়, মর্যাদাহানী করা হয়। এটা বড় ধরণের গুনাহের কাজ।