আস-সালামু আলাইকুম। নিজের ব্যক্তিগত ইনকাম থেকে কুরবানির নিয়তে কিছু টাকা জমিয়েছি। আমরা একাধিক ভাই হলেও এখনো সবাই যৌথ পরিবারে আছি এবং আমাদের ব্যক্তিগত ইনকামের পাশাপাশি একটা কমন যৌথ ইনকাম সোর্সও আছে। এবছর সেই যৌথ ইনকাম সোর্স (যেটায় আমাদের তিন ভাইয়েরই সমান অংশ আছে) এর টাকা থেকেই পরিবারের পক্ষ থেকে কুরবানি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
এখন আমার প্রশ্ন হলো, আমি ব্যক্তিগত ইনকাম থেকে যে টাকা কুরবানির নিয়তে রেখেছিলাম সেই টাকায় যদি এখন কুরবানি না দিই তাহলে গুনাহগার হবো কি (যেহেতু যে কুরবানী দেয়া হচ্ছে তাতে আমারো অংশ আছে)? এই টাকাটা অন্য কাজে ব্যবহার জায়েজ হবে কি?