আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6911

শিরক-বিদআত

প্রকাশকাল: 30 এপ্রিল 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার নানী প্রায় সময় আল্লাহ কে ডাকেন এইরকম করে “আল্লাহ”, কিন্তু তার পরপরই রাসুলুল্লাহ বলেন। শুনতে এরকম মনেহয় যেনো আল্লাহকেই রাসুল বলে ডাকছেন অথবা আল্লাহর সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাকছেন এবং প্রায় সময়ই মুখ থেকে ইয়া রাসুলুল্লাহ বলেন। যেমন – হাত থেকে কিছু পরে গেলো তখন বিরক্তি বা আফসোসের স্বরে বলেন ইয়া রাসুলুল্লাহ। কারণে অকারণে ইয়া রাসুলুল্লাহ বলে উঠেন মাঝে মধ্যে। আমি একটি ওয়াজে শুনেছি এমনটা বলা শিরক কারণ এখানে আল্লাহকে ডাকার পরিবর্তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকে ডাকা হচ্ছে।  আমি আমার নানীকে ওয়াজটি শুনিয়ে সতর্ক করেছি যাতে তিনি এমন না বলেন। প্রথমে তিনি বলেন যে তিনি আর এরকম বলবেন না। কিন্তু দেখা যায় তিনি তারপরও মাঝে মধ্যে ঐরকম করে ফেলেন। তাকে যদি আবার বলি এরকম টা কেন বললেন সে বলে মুখ ফসকে বের হয়ে যায়। আমি সন্দেহে আছি আমার নানী এরকম করার কারণে বড় শিরকে লিপ্ত রয়েছেন কিনা। তিনি যদি সত্যিই বড় শিরকে লিপ্ত হয়ে যান তাহলে কি তাকে সরাসরি কাফের বলা যাবে? আর এমনটা হলে তার প্রতি আমার এবং বাকি আত্মীয় স্বজনদের কিরূপ আচরণ করতে হবে?

জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে বলা উচিত নয়। তিনি চেষ্টা করবেন যেন, এমনটা তার মুখ দিয়ে বের না হয়। তবে এর কারণে তিনি কাফের হবেন না। এটা শিরকও হবে না, কারণ আল্লাহর পরিবর্তে তিনি রাসূলকে ডাকেন, বিষয়টি এরকম নয়, বরং কথাচ্ছলে তিনি এমন বলেন এবং এটা তার অভ্যাস হয়ে গেছে।