আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6910

বিবাহ-তালাক

প্রকাশকাল: 30 এপ্রিল 2024

প্রশ্ন

আজকে ভুল বশত রাগের মাথায় আমার মা খালার সামনে আমি বলে ফেলেছি স্ত্রীকে তালাক দিয়ে দিবো। এসময় আমার স্ত্রী সেখানে উপস্থিত ছিলো না,  তালাক দিলাম এই শব্দটি উচ্চারণ করি নাই।  শুধু বলেছি আমার কথা না শুনলে দিয়ে দিবো, আমি অনুতপ্ত।   তওবা করেছি আর কখনো এরকম শব্দ ভুলেও উচ্চারণ করবো না।  এখন করণীয় কি?

উত্তর

জ্বী, ভবিষ্যতে সতর্ক থাকবেন, এই ধরণের কোন কথা মুখ দিয়ে বের করবেন না। আপনি যা বলেছেন তার কারণে তালাক হয় নি।