আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6906

হালাল হারাম

প্রকাশকাল: 29 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমি হোটেল ম্যানেজমেন্ট এ লেখাপড়া করেছি। আমি কিছুদিন হোটেলে HR Manager এর দায়িত্ব পালন করেছিলাম, ধর্মীয় কারণে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করি কিন্তু সেখানে প্রচন্ড লস খাই। আবার চাকরি করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু অন্য সেক্টরের কোন কম্পানি আমাকে নিতে আগ্রহী হচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, হোটেলে Human Resource এর জব করা কতটুকু হালাল হবে? যেহেতু HR Manager হিসেবে বার (মদ বিক্রি) এর কর্মীও নিয়োগ দিতে হয়। দ্বিতীয়ত, হোটেলে ইনকাম হিসাবে সার্ভিস চার্জ আসে, বার (মদ বিক্রি) এর সার্ভিস চার্জ এর টাকা আমি কি করবো, ম্যানেজমেন্টকে বলে বার এর টাকা টা বাদ দিতে বলবো নাকি টাকা টা নিয়ে কাউকে দান করে দিবো? আমার এই উত্তর দুইটা খুব খুব খুব জরুরি জানা। দোয়া করে আমাকে সাহায্য করুন। আমি কৃতজ্ঞ থাকবো। জাযাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মদ বিক্রি করে এমন হোটেলে চাকুরী করা জায়েজ হবে না। আপনি ধৈর্য্য ধরে অন্য কোন হালাল উপার্জনের চেষ্টা করুন। বর্তমানে বহু ধরণের কাজ করা যায়, সুতরাং কষ্ট হলেও হারাম উপার্জনের মধ্যে যাবেন না, হালালের মধ্যে থাকবেন।