আমার মা একজন সরকারি ককর্মচারী ছিলেন। সে স্বইচ্ছায় কিছুদিন আগে চাকরী থেকে ইস্তফা দেন দ্বীনের কাজে বেশি সময় দেয়ার তাগিদে। পূর্বে তার বেতন থেকে আমাদের পরিবারে প্রায় অধিকাংশ টাকা সংসারের বিভিন্ন প্রয়োজনে স্বইচ্ছায় খরচ করতেন। এখন এলপি আর এর পরে তার পেনশন ভাতা আগের চেয়ে অনেক কমে গেছে। আমার প্রশ্ন হলো এমন কোন ক্ষেত্রে বাসায় বসে পেনশনের টাকা ইনভেস্ট করা যেতে পারে যাতে সে মাসে একটা ভাল টাকা রোজগারও হয় আবার হারামও যেন না খাওয়া লাগে। এটা নিয়ে দুশ্চিন্তায় আছি আমার কারন আমার মায়ের অনেক দায়িত্ব । আমরা সন্তানরা এখনো কেউ সাবলম্বি হয় নি এখনো।