আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6894

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি যদি ফিতরার হিসাব ২.৪০ গ্রাম করে চাল দেই তাহলে উসর দেয়ার সময়ও কি ২.৪০ গ্রাম হিসাবে ১ সা করে হিসাব করে ৭২০ কেজি ধান থেকে উসর দিবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ৫ ওসাক বা ৩০০ সা ফসল হলে যাকাত দিতে হবে। সে হিসেবে এক সা ২ কেজি ৪০০ গ্রাম ধরলে  ৭২০ কেজি ফসল হলে যাকাত দিতে হবে। আপনি এই হিসেবে যাকাত দিতে পারেন। বিস্তারিত জানতে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত “বাংলাদেশে উশর বা ফসলের যাকাত গুরুত্ব ও প্রয়োগ” বইটি পড়তে পারেন।