আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 689

ঈমান

প্রকাশকাল: 19 ডিসে. 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, ১. যদি বেতের নামাজে দুয়া কুনুত ভুলে না পড়া হয় তাহলে কী সাহু সিজদা দিতে হবে? সাহু সেজদা ছাড়া পরে থাকলে কি নামাজ আবার পরতে হবে না কি নামাজ হয়ে যাবে?
২. তারাবি নামাজ যদি এশার পর ৮ রাকাত এবং সেহেরীর আগে ৪,৬,৮ এবং ১ রাকাত বেতের নামাজ পড়া হয় তাহলে কি পুরোটা তারাবিহ হিসাবে গন্য হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি কুনুত না পড়েন আর সময় থাকে নতুন করে সালাত আদায় করার তাহলে নতুন করে আদায় করবেন। আপনি তারাবীর যে নিয়ম বলেছেন সেভাবে আদায় করলেও হবে। কোন সমস্যা নেই। বরং শেষ রাতে এবং ্একা একা আদায় করাকেই হাদীসে গুরুত্ব দেয়া হয়েছে।