আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6889

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 এপ্রিল 2024

প্রশ্ন

আস্সালামু আলাইকুম। কেউ একজন বললো যে, লা ইলাহা ইল্লালাহ সোয়া লক্ষ বার পড়লে নাকি খতমে আম্বিয়া পড়া হয়। আসলে খতমে আম্বিয়ার ভিত্তি কি কুরআন ও হাদিসে আছে থাকলে নিয়ম কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এই ধরণের কোন খতমের কোন তথ্য হাদীসে নেই।