আস-সালামু আলাইকুম। যব, গম, কিসমিস,পনির এগুলোর যায়গায় যদি আমি চাল দেই তাহলে কি আমার ফেতরা আদায় হবে? আর চালের পরিমাণ কতোটুকু দিতে হবে? অথবা ফিতরার সমতুল্য মূল্যের সেমাই, চিনি/ মাংস দিলে কি ফিতরা আদায় হবে?? দয়া করে জানাবেন।।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, চাল দিয়ে ফিতরা দিলে আদায় হবে। এক সা তথা সাড়ে তিন কেজির মত চাল দিতে হবে একটি ফিতরা হিসেবে। খাদ্য দিয়ে ফিতরা দিলে গম বা আটা বাদে যে কোন খাবার এক সা হতে হবে। সেমাই-চিনি বা যে খাবারই দেন না কেন এক সাড়ে তিন কেজির মতে দিতে হবে। গম বা আটা দেলে অর্ধ সা বা ১ কেজি ৭৫০ গ্রামের মত দিতে হবে।