আস-সালামু আলাইকুম, একজন বললেন যে ঋণগ্রস্থ তার জন্য দান করা হারাম। কথাটি সঠিক কিনা? আর আমার মতে ঋণ দুই ভাগে বিভক্ত।
এক. আমি যে পরিমান ঋণ গ্রস্থ তার বিপরীতে সম্পদ আছে অর্থাৎ আমি জমি কিনেছি তার বিপরীতে এক লক্ষ টাকা ঋণ ।
দুই. আমার শুধুই ঋণ বিপরীতে কোন সম্পদ নেই। তাহলে এই মতটি কোন শ্রেণীর ঋণীর জন্য প্রযোজ্য।