আস-সালামু আলাইকুম, একজন বাবার ৩ মেয়ে ৩ছেলে ছিলো। বাবা অর্থিক ভাবে দূর্বল হওয়াই তার সব জমি মেজ মেয়েকে না জানিয়ে বেচে ৩নং(ছোট) মেয়েকে বিয়ে দিয়েছে। কিন্তু তার জমিটা কিনেছে তারই ৩ছেলে (যারা সবাই সামর্থবান ছিলো)।এখন বাবা মারা যাওয়ার পর বাকি ২মেয়ে জমি চাইতে গেলে ভায়েরা বলে বাবা সব জমি আমাদের কাছে বিক্রি করে গেছে তোদের ভাগে কিছুই নাই।
এখানে আমার প্রশ্ন হলো মেয়েরা কি কিছুই পাবে না? বাবা কি শরিক ফাকি দেই নাই? ভায়েরা কি তার বোনদের প্রতি জুলুম করলো না।