আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6883

বিবিধ

প্রকাশকাল: 6 এপ্রিল 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, একজন বাবার ৩ মেয়ে ৩ছেলে ছিলো। বাবা অর্থিক ভাবে দূর্বল হওয়াই তার সব জমি মেজ মেয়েকে না জানিয়ে বেচে ৩নং(ছোট) মেয়েকে বিয়ে দিয়েছে। কিন্তু তার জমিটা কিনেছে তারই ৩ছেলে (যারা সবাই সামর্থবান ছিলো)।এখন বাবা মারা যাওয়ার পর বাকি ২মেয়ে জমি চাইতে গেলে ভায়েরা বলে বাবা সব জমি আমাদের কাছে বিক্রি করে গেছে তোদের ভাগে কিছুই নাই।

এখানে আমার প্রশ্ন হলো মেয়েরা কি কিছুই পাবে না? বাবা কি শরিক ফাকি দেই নাই? ভায়েরা কি তার বোনদের প্রতি জুলুম করলো না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাইয়েরা যদি তার ছোট বোনের বিয়ে দেয়ার জন্য বাবাকে সহায়তা করতো তাহলে ভালো হতো। তবে বাবা মেয়েদের বঞ্চিত করেছে, এরকম না এখানে। কারণে অন্য মেয়েদের সে যেভাবে টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছে, ছোট মেয়েকেও সেভাবে দিয়েছে। টাকা না থাকার কারণে জমি বিক্রি করেছেন। ‍সুতরাং সকল মেয়ের প্রতি সমান আচরণ তিনি করেছেন। আর ভাইয়েরাও জমি নিজেদের টাকা দিয়ে ক্রয় করেছে, জোর করে নেয় নি। সুতরাং শরীক ফাঁকি দেয়োর বিষয়টি এখানে নেই। যদি কোন সম্পদ না থাকে তাহলে মেয়েরা কীভাবে পাবে? ছেলেরাও তো  বাবার সম্পত্তি কিছু পাই নি। যা পেয়েছে নিজেদের টাকা দেয় কেনা।