আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6880

পবিত্রতা

প্রকাশকাল: 4 এপ্রিল 2024

প্রশ্ন

কারো যদি গোসল ফরজ হয় কিন্তু সে ফরজ গোসলের নিয়ম অনুযায়ী গোসল না করে ( নিয়ত+অযু) ব্যাতিত যদি সাধারণ ভাবে গসল করে যেটা আমরা সচারাচর করি, তাহলে কি সে পবিত্রতা অর্জন করবে? তার নামাজ কি কবুল হবে??

উত্তর

নিয়ত এবং ওযু ফরজ গোসলের জন্য আবশ্যক না। গোসলের ফরজ তিনটি। কুলি করা, নাকে পানি দেয়া এবং সমস্ত শরীর ভালো করে ধৌত করা। এই তিনটি ফরজ যদি আদায় করা হয় তাহলে পবিত্রতা লাভ হবে এবং এই গোসল দ্বারা নামায আদায় করা যাবে। ওযু করা ফরজ গোসলের জন্য সুন্নাত, ফরজ নয়।