কারো যদি গোসল ফরজ হয় কিন্তু সে ফরজ গোসলের নিয়ম অনুযায়ী গোসল না করে (নিয়ত+অযু) ব্যতিত যদি সাধারণভাবে গোসল করে যেটা আমরা সচারাচর করি, তাহলে কি সে পবিত্রতা অর্জন করবে? তার নামাজ কি কবুল হবে??
উত্তর
নিয়ত এবং ওযু ফরজ গোসলের জন্য আবশ্যক না। গোসলের ফরজ তিনটি। কুলি করা, নাকে পানি দেয়া এবং সমস্ত শরীর ভালো করে ধৌত করা। এই তিনটি ফরজ যদি আদায় করা হয় তাহলে পবিত্রতা লাভ হবে এবং এই গোসল দ্বারা নামায আদায় করা যাবে। ওযু করা ফরজ গোসলের জন্য সুন্নাত, ফরজ নয়।