আস-সালামু আলাইকুম। জানাজার সালাতে আমি যদি প্রথমে সানা তারপর সুরা ফাতিহা তারপর দুরুদ শরিফ তারপর মাইয়্যিতের জন্য দোয়া করে সালাম ফিরানোর মাধ্যমে জানাজার নামাজ করে শেষ থাকি। এই পদ্বিতি কি সুন্নাহ সম্মত? আর এই নিয়মে কি জানাজার সালাত আদায় হবে কি? উত্তর দিলে খু্বই উপকৃত হবো ইনশায়াল্লাহ।