আমার শরিয়া ব্যাংকে ডিপিএস একাউন্টে বিভিন্ন হিসাবে আগের বছর ২০ লক্ষ টাকা আছে, একই হিসাবে এই বছর ২৩ লক্ষ টাকা আছে, আগের বছর ২০ লক্ষ টাকার যাকাত দিয়েছে, এবার কি তিন লক্ষ টাকার যাকাত দেবো, না কি ২৩ লক্ষ টাকার যাকাত দিব?
উত্তর
তেইশ লক্ষ টাকার যাকাত দিতে হবে। প্রতি বছর যাকাত দেয়ার সময় যত টাকা আপনার মালিকানায় থাকবে সব টাকার উপর যাকাত দিতে হবে।