আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6873

যাকাত

প্রকাশকাল: 4 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার একজন আত্নীয় শহরে কিছু জমি ক্রয় করেছিল বাড়ি করার জন্য। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে এবং অন্য জায়গায় জমি ক্রয় করে- যেখানে বাড়ি করতে ইচ্ছুক। প্রথমটি সে সুবিধামত সময়ে বিক্রি করে দিবে। এখন প্রথম জমির যাকাত আদায় করতে হবে কিনা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এই জমির যাকাত আদায় করতে হবে না। তিনি যদি জমি কেনা-বেচার ব্যবসা করতেন তাহলে ঐ জমির উপর যাকাত ফরজ হতো।