আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6871

সালাত

প্রকাশকাল: 2 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়েখ,আমি আগে নিয়মিত সালাত আদায় করতাম না। এখন আমার জানাও নেই যে কত রাকাত সালাত কাযা হয়েছে। এখন আমার করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখন করণীয় হলো নিয়মিত সালাত আদায় করা, এখন থেকে নামায যেন মিস না হয়। আগের সালাত মিস হওয়ার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আগের ছুটে যাওয়া সালাতগুলোর ফরজটা প্রতিদিন কিছু কিছু করে আদায় করার চেষ্টা করবেন। যখন মনে হবে পূর্বের সব ফরজ সালাত আদায় হয়ে গিয়েছে তখন বন্ধ করে দিবেন।