আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 687

যিকির দুআ আমল

প্রকাশকাল: 17 ডিসে. 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম হযরত;
আমি একজন থেকে দুই লক্ষ টাকা পাই। বিগত তিন বছর ধরে ঘুরতেছি। সে দিবেনা তাও বলেনা; কিন্তু টাকা ব্যবস্থা করেও দিতে পারছেনা। এমতাবস্থায় আমি ও আমার পরিবার খুব পেরেশানীতে আছি। তাই আমার জিজ্ঞাসা হল, সুন্নাহ অনুযায়ী কিভাবে আমি আল্লাহর কাছে এই পেরেশানীর বিষয়ে বলব এবং পেরেশানী থেকে মুক্তি পেতে পাব? কিভাবে দোয়া করব? আর নামাজে সিজদাহরত অবস্থায় কি নিজের আকুতি বলা যাবে, যদি বলা যায় সেটা কি নফল নামাজগুলোতে নাকি ফরজ নামাজের সিজদাহতেও বলা যাবে? তখন কি সুবহানা রাব্বিয়াল আলা বলে তারপর আমার আকুতিগুলো বলব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিপদ-সংকটে সবর করার মধ্যেই রয়েছে মূমিনের সফলতা। অনেক সময় আল্লাহ তায়ালা এই বিপদাপদ দ্বরা তাঁর প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। সুতরাং আপনি দুঃশ্চিন্তা করবেন না। আল্লাহর কাছে দুআ করুন আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। আপনি রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো যে কোন সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দআটিও সালাতে এবং অন্যান্য সময় বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার সব সংকট দূর করে দেন।