আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6869

বিবাহ-তালাক

প্রকাশকাল: 2 এপ্রিল 2024

প্রশ্ন

আমার বাসা ঢাকায়, মেয়ের বাসা বগুড়া, আমাদের বিয়ের পর থেকে বনিবনা হচ্ছিল না, নানান কারণে সংসার বনিবনা না হওয়ার কারণে মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে কাজী অফিস থেকে নোটিশের মাধ্যমে আমার স্ত্রী কে আমি তালাকের নোটিশ পাঠাই, সাত মাস পূর্বে তারা তালাকের নোটিশ পেয়ে বগুড়া আদালতে ভরণপোষণের মামলা করে। আমি একজন অ্যাডভোকেট নিয়োগ করে মামলার হাজিরা চালিয়ে নিচ্ছি আমি সশরীরে একবারও যায়নি আদালতে, তাদের সাথে আমার তালাকের নোটিশ পাঠানোর পরে কোনদিন দেখা হয়নি আর দেখা হওয়ার সম্ভাবনাও নেই দূরত্বের কারণে।

এখন আমি যা জানতে চাই আমি মৌখিকভাবে তালাক দেইনি, এখন কি আমার তালাক কার্যকর হয়েছে নাকি সে এখনো আমার স্ত্রী হিসেবে আছে, সে যত ধরনের পাপ কাজে লিপ্ত হবে তার দায়ভার আমার উপর বর্তাবে? এখন শরিয়ত মোতাবেক বিচ্ছেদ হতে চাইলে আমার করনীয় কি

 

উত্তর

তালাকের নিয়তে লিখিত নোটিশ দিলে তালাক কার্যকর হবে। সুতরাং আপনার দেয়া তালাক কার্যকর হয়েছে। তিন মাসের ভরন-পোষন দেয়া আপনার উপর আবশ্যক।