আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6865

জায়েয

প্রকাশকাল: 2 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামু আলায়কুম, আমাদের পাশের এক মসজিদে আজকে তারাবিহর সময় অন্য একটি জামাত করা হয়েছে, আমার প্রশ্ন এক সাথে তারাবিহর সালাতের সাথে যদি ফরজ সালাতের জামায়ত করা যাবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যারা ফরজ সালাত মিস করেছে তারা যদি মসজিদের বারান্দায় বা পিছনের দিকে ২য় জামাত করে তাহলে সেটা নিষিদ্ধ নয়। তবে তারাবীহ চলাকালীন তারাবীহর যেন সমস্যা না হয় সেটা দেখতে হবে।মসজিদে মূল জামাত হওয়ার পর পরের জামাতের কোন গুরুত্ব নেই। সুতরাং তারাবীহর সমস্যা হলে ২য় জামাত করবে না।