আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6859

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 এপ্রিল 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম,  ১।  -রাসুল সঃ বলেছেন- সুরা ফাতেহা ছাড়া নামাজ আদায় করলে নামাজ হবেনা। এখন আমাদের দেশে যারা জানাজার সালাতে সুরা ফাতেহা পড়ে না তাদের কি নামাজ আদায় হবে? ২। আমি যদি অন্যান্য নামাজের মত জানাজার নামাজে দোয়ায়ে মাসুরা পড়ে তারপর সুরা ফাতেহা পড়ে তারপর দুরুদ পড়ে তারপর মাইয়্যেতের জন্য দোয়া করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। তাহলে এই পদ্বিতি   রাসুল সঃ এর সুন্নাহ মোতাবেক আদায় হবে কি? আশা করছি উত্তর দিয়ে বাধিত করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। জানাযার সালাত অন্যান্য সালাতের মত নয়, সুতরাং এখান সূরা ফাতিহা পড়ার বিষয়টিও ভিন্ন। সূরা ফাতিহা ছাড়াও জানাযার সালাত আদায় হবে, সাহাবীদের থেকে বর্ণিত আছে। ২। না, প্রথমে দুআ মাসূরা পড়া সুন্নাহসম্মত না। সূরা ফাতিহা পড়বেন প্রথমে।