আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6858

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 1 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১.আমার বাসার কাঠের চেয়ার খুব মসৃণ।এই চেয়ারে নাপাকি লেগেছে এটা কিভাবে পাক করব?টিস্যু দ্বারা ভাল করে মুছলে কি পাক হয়ে যাবে? ২.আমার টেবিল ক্লঠেও নাপাকি লেগেছে এটা কিভাবে পাক করব ধোয়া সম্ভব নয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, টিস্যু দ্বারা বা কাপড় দ্বারা মুছে ফেললেই কাঠের বা প্লাস্টিকের চেয়ার-টেবিল পবিত্র হয়ে যাবে। ভেজা কাপড় দিয়ে মুছলে আরো ভালো পরিচ্ছন্ন হবে।