আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6856

ফিতরা

প্রকাশকাল: 1 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ,  আমার পরিবারে আমি ছাড়া বাকি সবাই দেশে থাকেন। এখন আমি সাদাকাতুল ফিতর আমি এই দেশের হিসেবে আর বাকিরা বাংলাদেশের হিসেবে দিবেন, নাকি উভয়েই দেশের অথবা উভয়েই আমার কর্মস্থলের (আবুধাবি) হিসেবে দিবেন। কারন ইদানিং শুনছি, যেহেতু আমার পরিবার আমার আওতাভুক্ত সেহেতু সবার ফিতর আবুধাবির হিসেবে দিতে হবে। দয়াকরে আপনার মূল্যবান মতামত দ্বারা আমাকে উপকৃত করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সদকাতুল ফিতর যদি বাংলাদেশে আদায় করেন তাহলে বাংলাদেশের হিসাবে করবেন, আর যদি ওখানে  করেন তাহলে সেখানকার হিসেবে করবেন। আর খাদ্য দিয়ে আদায় করলে আপনার কোন প্রশ্নই থাকবে না, সাড়ে তিন কেজির মত চাল, খেজুর বা কিসমিস দিয়ে আদায় করবেন, যেখানেই করেন।