আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6854

হালাল হারাম

প্রকাশকাল: 1 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, হুজুর একজন মেয়ে (১৮/১৯বয়স) দ্বীনি ইলম অর্জন করতে একাকী বাড়ি থেকে কতটুকু দূরত্বে যেতে পারে। মেয়েটি কলেজ শেষ করেছে, এখন সে সত্যকে জানার উদ্দেশ্যে  দাওরায়ে হাদিস পড়তে চান। কিন্তু আর্থিক সমস্যা, ভালো প্রতিষ্ঠান, বয়স বেশি অনেক গুলো বিষয় তাকে চিন্তার মধ্যে ফেলে রেখেছে, সে অনেক দিশেহারা, কি করলে ভালো হবে সে বুঝতে পারছে না। অনুগ্রহ করে সঠিক পরামর্শ দিয়ে আল্লাহর এই বান্দিকে সাহায্য করুন।  তার বাবার বয়স ৭০-৭২ এর কাছাকাছি, নাইট ডিউটি করে । অর্থ উপার্জনের জন্য আর কোনো পুরুষ নেই। মা বাবার সেবার জন্য চাকরি (মাদ্রাসায়)ও করতে চায়।এই পরিস্থিতিতে কি করলে, কতটুকু পড়লে, কোথায় পরলে, কীভাবে পরলে আল্লাহ সন্তুষ্ট, অনুগ্রহ করে জানাবেন।জাজাকাল্লাহ।

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কলেজ শেষ করেছে যেহেতু এখন মাদ্রাসায় পড়ার সুযোগ কম, বয়স একটি বড় বাঁধা। তাই জেনারেল লাইনে পড়াশোনা আরো এগিয়ে নিতে পারেন যদি সুযোগ থাকে। ইসলামী বিধান অনুযায়ী চলবেন, বিভিন্ন বইপত্র পড়ে যতটুকু সম্ভব ইসলাম জানার চেষ্টা করবেন। শরীয়াহর মধ্যে থেকে কোন চাকুরী পেলে করতে পারেন।