আমি আমার স্ত্রী কে মাসিক হাত খরচ বাবদ কিছু টাকা দিয়ে থাকি। ঈদের সময় সে বাবা মা ভাই বোনের কাছে থেকেও কিছু টাকা পেয়ে থাকে। তার নেছাব পরিমাণ স্বর্ন নেই। তবে রুপার পরিমাণে আছে। আমার প্রশ্ন হলো: স্ত্রীর কাছে কতো টাকা থাকলে তা স্বর্নের সাথে মিলিয়ে যাকাত আদায় করতে হবে। যেহেতু তার নিজের উপার্জন নেই। হাত খরচের ৫০০ / ১০০০ টাকাও কি মিলাতে হবে?