আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6838

যাকাত

প্রকাশকাল: 24 মার্চ 2024

প্রশ্ন

আমি আমার স্ত্রী কে মাসিক হাত খরচ বাবদ কিছু টাকা দিয়ে থাকি। ঈদের সময় সে বাবা মা ভাই বোনের কাছে থেকেও কিছু টাকা পেয়ে থাকে। তার নেছাব পরিমাণ স্বর্ন নেই। তবে রুপার পরিমাণে আছে। আমার প্রশ্ন হলো: স্ত্রীর কাছে কতো টাকা থাকলে তা স্বর্নের সাথে মিলিয়ে যাকাত আদায় করতে হবে। যেহেতু তার নিজের উপার্জন নেই। হাত খরচের ৫০০ / ১০০০ টাকাও কি মিলাতে হবে?

উত্তর

না, হাত খরচ মিলাতে হবে না। শুধু স্বর্ণ থাতলে সাড়ে সাত ভরির কম হলে যাকাত দিতে হবে না। শুধু রোপা থাকলে সাড়ে বায়ান্ন তোলার কম হলে যাকাত দিতে হবে না। স্বর্ণ ও রোপা দুটোই যদি থাকে,তবে নেসাবের কম, তাহলে রোপার নেসাব অনুযায়ী যাকাত দেয়ার মধ্যে সতকর্তা।অর্থাৎ সাড়ে বায়ান্ন তোলা রোপার মূল্য যদি ৮০ হাজার টাকা হয়, তাহল সোনা ও রোপা মিলে যদি ৮০ হাজার টাকার সমমূল্য হয় তাহলে যাকাত দিবেন। অথবা স্বর্ণ বা রোপার সাথে যদি গচ্ছিত টাকা থাকে তাহলেও রোপার নেসার ধরে যাকাত দিবেন।