আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6836

আকীদা

প্রকাশকাল: 24 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম ।  আমি যুক্তরাজ্য থেকে বলছি। গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনেক মানুষ স্টুডেন্ট ভিসা ও কাজের ভিসায় যুক্তরাজ্যে এসেছেন। এদেশে সহজে স্থায়ী হওয়ার জন্য আমাদের অনেক মুসলিম ভাই নিজেদেরকে Gay বা সমকামী বলে পরিচয় দিয়ে রাজনীতিক আশ্রয় গ্রহণ করেছেন। ইসলাম এ ব্যাপারে কি বলে? এটা কি জায়েজ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা খুবই জঘন্য কাজ। বিধর্মী দেশে স্থায়ী হওয়ার চিন্তা এটাও একটা নিন্দনীয়-নিকৃষ্ট চিন্তা। কাজের জন্য প্রয়োজনে গেলে সেটা ভিন্ন কথা। স্থায়ী হওয়ার জন্য আবার সমকামী পরিচয় দেয়া, এর চেয়ে নিকৃষ্ট-জঘন্য কাজ আর কী হতে পারে? দুনিয়ার এই সামান্য ফায়াদা হাসিলের জন্য আখেরাতে বরবাদ করা কোন মুসলিমের কাজ হতে পারে না। এটা সম্পূর্ণ হারাম। কোন যুক্তিতেই এই হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না।