আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6834

বিবাহ-তালাক

প্রকাশকাল: 24 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু-আলাইকুম, আমি এই পর্যন্ত বিয়ে সম্পর্কিত যতগুলো হাদিস পেয়েছি সব গুলোতে “He”  দিয়ে সম্বোধন করা হয়েছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়টা কি? আমি যিনা বা অন্য পাপ কাজ থেকে বিরত থেকে নির্ধারিত ভাবে পর্দা করে চলি এবং চলার সর্বোচ্চ চেষ্টা করি, তাহলে বিয়ে কি আমার জন্য সুন্নাহ নাকি ফরজ নাকি বাধ্যতামূলক? যেহেতু আমি বিয়ে করতে চাচ্ছি না, আর কোনো রকম কোনো ইচ্ছা নেই করার |

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পুরুষ বিয়ে করবে মহিলাকে, এই জন্য পুরুষের সর্বনাম ব্যবহার করা হয়। আর মহিলা পুরুষের বিবাহে আসে, নিজে করে না। তবে বিবাহ পুরুষ মহিলা সকলের জন্য গুরুত্বপূর্ণ সুন্নাহ। বিনা কারণে বিবাহ না করা অনুচিত কাজ। চরিত্র হেফাজত করতে পারলে বিবাহ ফরজ নয়, চরিত্র হেফাজত করতে না পারলে ফরজ। আপনি কেন বিবাহ করতে চাচ্ছেন না, সেটা বোধগ্যম নয়। সম্ভবত বর্তমানের ইসলাম ও সমাজবিরোধী কালচারে প্রভাবিত হয়ে এমন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। আপনি এই ধ্বংসাত্মক চিন্তা থেকে বিরত হয়ে সুন্নাহর দিকে ফিরে আসুন। ইহকাল ও পরকাল উভয় জায়াগাতে শান্তিতে থাকবেন। বস্তুবাদী দুনিয়ালোভী মানুষদের কথায় কান দিয়ে ইহাকল ও পরকাল বরবাদ করবেন না। দুনিয়াতে নিজের নিরপত্তার জন্যও বিবাহ একটি মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।