আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6831

যাকাত

প্রকাশকাল: 24 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম
আমার এক খালার স্বামী মারা গেছেন ৪-৫মাস আগে।
তার স্বামীর ব্যাংক একাউন্টে ১০-১২ লাখ টাকা আছে, আমার খালার দুই ছেলে আছে। কিন্তু তারা টাকা এখনও উত্তোলন করতে পারে নাই বিভিন্ন কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে এবং এটা আরও সময় সাপেক্ষ, এই অবস্থায় তাদের আয় ইনকাম নেই বললেই চলে, যে কারণে তাদের পরিবারের খরচ মিটানো কষ্টকর। এই অবস্থায় আমার খালাকে যাকাত দিলে কি যাকাত আদায় হবে?
উত্তর দিলে খুবই উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই অবস্থায় খালাকে টাকা কর্য দিবেন। যখন তিনি ঐ টাকাগুলো হাতে পাবেন তখন পরিষোধ করে দিবেন। যেহেতু তার টাকা আছে এবং সেগুলো দেরীতে হলেও হাতে পাবেন তাই তাকে যাকাত দেয়া যাবে না।