আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6824

রোজা

প্রকাশকাল: 23 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম।আমার বয়স ২২।আমি এ্যাজমা রোগী।স্বর্দির কারণে প্রায় সময়ই আমার নাক বন্ধ হয়ে থাকে। এসময় শ্বাস নিতে অসুবিধা হয়। তখন গরম পানিতে মেনথল মিশিয়ে গরম ভাপ নিলে নাক পরিষ্কার হয়।রোজা থাকা অবস্থায় এ কাজ করলে কি রোযা ভঙ্গ হয়ে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু বাস্প গ্রহণ করলে রোজা ভাঙবে না, তবে যদি আপনি বুঝতে পারেন এর কারণে পেটে পানি পৌঁছে গেছে, তাহলে রোজা ভেঙে যাবে। এমনই বলেছেন প্রসেফস ড. আবুববর জাকারিয়া মজুমদার হাফিজাহুল্লাহ।