আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6814

সুন্নাত

প্রকাশকাল: 21 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। প্রশ্নোউত্তর নং 6810 এ বিভিন্ন হাদিসের আলোকে বলেছন যে সুরা মিলনো ওয়াজিব। কিন্তু নিম্নের একটি বর্ণনা থেকে ভিন্ন অর্থ প্রকাশ পাচ্ছে বলে মনে হলো : হযরত আবূ হুরাইরা (রাঃ) বলেন, ‘প্রত্যেক নামাযেই ক্বিরাআত আছে। সুতরাং আল্লাহর রসূল (সাঃ) যা আমাদেরকে শুনিয়েছেন, তা আমি তোমাদেরকে শুনালাম এবং যা চুপেচুপে পড়েছেন, তা চুপেচুপে পড়লাম।’ এক ব্যক্তি বলল, ‘যদি আমি সূরা ফাতিহার পর অন্য কিছু না পড়ি?’ তিনি বললেন, ‘যদি অন্য কিছু পড় তাহলে উত্তম। না পড়লে সূরা ফাতিহাই যথেষ্ট।” (বুখারী ৭৭২, মুসলিম, সহীহ ৩৯৬ নং)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এসব হাদীসের ভিত্তিতে ফকীহগণ একমত হয়েছেন যে, কুরআন পড়া ফরজ আর সূরা ফাতিহা পড়া এবং তার সাথে অন্য একটি সূরা পড়া ওয়াজিব। রাসূলুল্লাহ সা. কোন দিনই শুধু সূরা ফাতিহা পড়ে সালাত আদায় করেন নি। এই বিষয়ে কোন দ্বিমত নেই।