আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6810

সালাত

প্রকাশকাল: 20 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। সালাতে সুরা ফাতিহার পর আর সুরা মিলাতে হবে কি? এটা ভুলে না পড়লে কি সিজদাহে সাহু দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, ফরজ সালাতের প্রথম দুই রাকআতে এবং সুন্নাত-নফলের প্রতি রাকআতে সূরা ফাতিহার সাথে কুরআনের অন্তত তিন আয়াত পরিমাণ পড়া ওয়াজিব। ভুলে না পড়লে ওয়াজিব ছাড়ার কারণে সাজদায়ে সাহু ওয়াজিব হবে। عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ:أُمِرْنَا أَنْ نَقْرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَمَا تَيَسَّرَ আবূ সাঈদ আল-খুদরী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে, আমরা যেন সালাতে সূরাহ ফাতিহা এবং তার সাথে কুরআন থেকে সহজপাঠ্য কোন আয়াত পড়ি। সুনানু আবু দাউদ, হাদীস নং  ৮১৮। হাদীসটি সহীহ। عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أُنَادِيَ أَنَّهُ لاَ صَلاَةَ إِلاَّ بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ فَمَا زَادَ ‏.‏ আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দেন যে, আমি যেন ঘোষণা করে দেই যে, সূরা ফাতিহা এবং তার সাথে আল-কুরআনের কিছু অংশ (সূরা বা আয়াত) না মিলালে কিছুতেই নামায বিশুদ্ধ হবেনা। সুনানু আবু দাউদ, হাদীস নং  ৮২০। হাদীসটি সহীহ।