আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6802

তারাবীহ

প্রকাশকাল: 19 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো যে ইমাম সাহেব তারাবিহর ২০ রাকাত নামাজ ২৫ মিনিটে পড়েন। তার পিছনেই তারাবিহ পড়বো? নাকি পার্শ্ববর্তী কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ব?

আশু উত্তর প্রদানে মুহতারামের সদয় দৃষ্টি কামনা করছি।

উত্তর

ওয়া আলাইকুুমস সালাম। যে মসজিদে ধীরে ধীরে নামায পড়া হয়, যেখানে আপনার হৃদয় নামায আদায় করে স্বস্তি লাভ করে সেখানে আপনি তারাবীহ পড়বেন। যদি মনে হয় কোন সমসজিদে বা ইমামের পিছনে নয়, নিজে নিজে তারাবীহ আদায় করলে দেহ-মন বেশী পুলকিত হয় তাহলে নিজে নিজে আদায় করতে পারেন। যেখানে ২৫ মিনিটে তারাবীহ শেষ করে সেখানে যাবেন না।