আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6799

হালাল হারাম

প্রকাশকাল: 18 মার্চ 2024

প্রশ্ন

আমার বাল্যবন্ধু অগ্রণী ব্যাংকে চাকরি করে। চাকুরীর বেতন ব্যাতিত তার অন্য কোন আয়ের উৎস নাই কিংবা থাকলেও সেই উপার্জন আলাদা থাকে এমনটিও নয়।আমিও সরকারি চাকরি করি। ছুটিতে গেলে একসাথে আড্ডার মুহুর্তে বিভিন্ন আপ্যায়নের (চা নাস্তা কিংবা বনভোজন)আয়োজন থাকে।সুদভিত্তিক ব্যাংকের চাকরি হারাম বলেই জানি। আমি হারাম খাবার এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু বন্ধুমহলের মধ্যে বন্ধুত্বের সুসম্পর্ক রক্ষায় এমন পরিস্থিতিতে কি করতে পারি? বিভিন্ন কৌশলে হয়তো সেই বিল গুলো আমিই দেওয়ার চেস্টা করি, কিন্তু সব সময় তো পারি না।

একই পরিস্থিতি নিজেস্ব কিছু রক্ত সম্পর্কিয় আত্বীয়ের ক্ষেত্রেও, যাহারা হারাম উপার্জনের সাথে জড়িত কিন্তু আত্বীয়তা রক্ষার খাতিরে একে অপরের বাসায় যাতায়াত সহ সবকিছুতেই সমস্যার সম্মুখিন হচ্ছি।

উপরোক্ত বিষয়ে কোরআন-হাদিসের আলোকে আমাকে সুপরামর্শ দিলে খুবই উপকৃত হবো ইনশা-আল্লাহ্।আল্লাহ্ আপনার তৌফিক দান করুন।

উত্তর

প্রথমত হারাম উপার্জনের সাথে জড়িত তাদের সাথে আপনার এমন ব্যবহার করা উচিত যেন তারা বুঝতে পারে যে, হারাম উপার্জনের কারণে আপনি তাদের উপর সন্তুষ্ট নন। যারা হারাম উপার্জনের সাথে জড়িত তারা স্পষ্ট ফাসেক, গুনাহগার। তাদের সাথে আচার-ব্যাহার, লেনদেনও একটু আলাদা হওয়া উচিত। দ্বিতীয়ত যদি বাধ্য হয়ে খাওয়া লাগে তাদের থেকে যে পরিমাণ খাবেন সে পরিমাণ কৌশলে তাদেরে খাইয়ে দিবেন।