আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6794

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম।  রোজা অবস্থায় কি টুথপেষ্ট দিয়ে ব্রাশ করা কি যাবে? তাতে কি রোজার কোন ক্ষতি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রোজা রেখে টুথপেষ্ট দিয়ে  ব্রাশ করা না জায়েজ নয়। তবে টুথপেষ্ট বা মাজনের অংশ গলার ভিতর ঢুকে রোজা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ব্রাশ না করে মিসওয়াক করা উত্তম।