আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6785

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

আমি একজন ফ্রিল্যান্সার। আমি বিভিন্ন অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিদেশি ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিয়ে থাকি। এইরকম এক অনলাইন আমি এক ক্লাইন্ট থেকে ৪২৫০‌ ডলার পেমেন্ট পাই। আমি ৪০০০ ডলার টাকায় কনভার্ট করে আমার লোকাল ব্যাংকে নিয়ে আসি। বাকি ২৫০ ডলার ওই ব্যাংকে থাকে।

একদিন পরে, ওই অনলাইন ব্যাংক আমাকে জানায়, ক্লায়েন্টের ব্যাংকের সমস্যা হওয়ার কারণে তারা পেমেন্টটা ফিরিয়ে নেবে। যেহেতু আমি ৪০০০ ডলার লোকাল ব্যাংকে ট্রান্সফার করে ফেলেছে সেহেতু তারা ২৫০ ডলার কেটে নিয়ে যায়, এবং আমাকে ইমেইলের মাধ্যমে জানায় যে, পরবর্তী কোন পেমেন্ট নিলে সেখান থেকে ৪০০০ ডলার কেটে নিয়ে যাওয়া হবে।

কিছুদিন আগে আমি কিছু পেমেন্ট পাই, আমি ওই ব্যাংকে টাকাটা রেখে দিয়েছি যাতে তারা টাকাটা কেটে নেয়। কিন্তু ৩-৪ দিন অতিবাহিত হওয়ার পরেও তারা টাকা কাটেনা।

উল্লেখ্য যে এই টাইপ ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশ থেকে টাকা ডিপোজিট করা যায় না। শুধুমাত্র বাইরে থেকে কেউ পেমেন্ট করলেই টাকা আসে। পুরো ব্যাপারটাই অনলাইন ব্যাংকিং সিস্টেমের ভুল অথবা তাদের সিস্টেমের ভুলের জন্য হয়েছে।

এখন কি আমি এই টাকাটা আমার লোকাল ব্যাংকে ট্রান্সফার করে ফেলতে পারব? আমার জন্য এই টাকাটা কি হালাল হবে? যে ৪০০০ ডলার আমি আগে লোকাল ব্যাংকে ট্রান্সফার করে ফেলছি, সেই টাকাটার ক্ষেত্রেও বা কি করনীয়? সকল টাকাই আমার কঠিন পরিশ্রমের পারিশ্রমিক।

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। আপনি এই টাকা ব্যবহার করতে পারবেন। যদি তারা কেটে রাখতে চাই তাহলে সামনে রাখবে। তাদের তো সুযোগ আসবেই। আগের টাকা পরের টাকা সবই ব্যবহার করতে পারবেন।