আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6784

সালাত

প্রকাশকাল: 16 মার্চ 2024

প্রশ্ন

আমার বয়স ২১। আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে অনার্সে ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমার বাড়ি থেকে মসজিদ প্রায় ১০ মিনিটের দূরত্বে।আমার পিতা-মাতা আমাকে মসজিদে নামাযে যেতে দিতে চায় না। তারা এ বিষয় নিয়ে আমার সাথে রাগারাগি করে এবং আমাকে কড়াভাবে শাসন ও করে।আমি তাদেরকে বলেছি জামাতে নামাজ আদায়ের গুরুত্বের ব্যাপারে।তারা বলে বাড়িতেই নামাজ আদায় করে নিতে।তাদের ভাষ্যমতে মসজিদে নামাজ পড়তে গেলে আমার সময় নষ্ট হবে এবং পড়ালেখার ক্ষতি হবে।এমতাবস্থায় আমার করণীয় কি?

উত্তর

নামায পড়তে গেলে পড়ালেখার ক্ষতি হবে, এমন মূর্খতাপূর্ণ কথা সাধারণত শোনা যায় না। যুগ ‍যুগ ধরে ধর্ম থেকে দূরে থাকা ব্যক্তিরা হয়তো কখনো এমন বলতে পারে। অথবা ধর্মবিদ্বেষী ব্যক্তিরা এমন বলতে পারে। আপনি তাদেরকে নামাযের এবং  জামাতের গুরুত্বের বিষয়ে অব্যাহতভাবে বুঝাতে থাকবেন। যদি বড় সমস্যা না করে জামাতে নামায আদায় করবেন। বেশী সমস্যা হলে মাঝে মাঝে বাড়িতে আদায় করবেন। এভাবে ধীরে ধীর সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরোপুরি জামাত ত্যাগ করবেন না। প্রয়োজনে স্থানীয় কোন আলেমের মাধ্যমেও আপনর বাবা-মাকে বুঝাতে পারেন।