আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6778

হালাল হারাম

প্রকাশকাল: 14 মার্চ 2024

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম শায়েখ,,দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন,,শায়েখ আমি একটি ব্যাংক সেক্টর এ  ডাটা সেন্টার এর জব করতে চাচ্ছি,,সেখানে আমাকে কম্পিউটার এ তাদের প্রয়োজনীয় ডাটা মনিটরিং করা লাগবে,,এখন প্রশ্ন হলো এখানে আমার জব করাটা কি আমার জন্য হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদভিত্তিক ব্যাংক হলে জায়জ হবে না। ইসলামী শরীয়াহ অনুস্বরণ করে এমন ব্যাংক হলে জায়েজ হবে।