আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6776

জাদু-টোনা

প্রকাশকাল: 14 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একজন নারী। বয়স ৩১। আমার বিয়ের জন্য বেশ কয়েক বছর যাবত চেষ্টা করা হচ্ছে। প্রস্তাব আসে। কিন্তু শেষ পর্যন্ত হয়না। এক কবিরাজ বলেছেন ১২ বছর যাবত আমার বর বেধে রাখছে কেউ শত্রুতা করে।আমার পিতা- মাতা বিভিন্ন জায়গায় কবিরাজ দেখিয়েছেন।অনেক ঝাড়ফুঁক করিয়েছেন।শরীরে তাবিজ বেধেও চেষ্টা করেছেন। আমি বরাবরই তাবিজ নিতে নারাজ। এতদিন আমাকে বুঝিয়ে – অনুরোধ করে তাবিজ ব্যবহার করিয়েছেন। বর্তমানে আমি এসব তাবিজ ব্যবহারে দৃঢ়ভাবে অসম্মতি জানিয়েছি। তাই তারা আমার রুমে বিভিন্ন জায়গায় – বিছানার নিচে সেগুলো বেধে রাখছে।এগুলো আমার অগোচরে করছেন এখন আমার করণীয় কি? আমি শুধু মাত্র আল্লাহর উপর ভরসা করে সবরের সিদ্ধান্ত নিয়েছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাংলাদেশের প্রেক্ষাপটে ১৮-২২ বছরের বা পরিণত বয়সের মেয়েদের বিয়ে হওয়াটা তুলনামূলক সহজ হয়। এর চেয়ে বয়স বেড়ে গেলে বিভিন্ন কারণে মেয়েদের বিবাহ কঠিন হয়ে যায়। ১৮- ২২ বছরে বা পরিণত বয়সে  বিয়ে আসে, কিন্তু অনেক অভিভাবক বিভিন্ন অজুহাতে বিয়ে দেন না। পরে যখন বিয়ে দেয়া কঠিন হয়ে যায় তখন এই সব কবিরাজ ধরেন, জিন-পরীর কাহিনী রটান।  আপনার ক্ষেত্রে কী হয়েছে সেটা আমরা নিশ্চিত নয়। তবে এখন চেষ্টা করতে হবে আর দুআ করতে হবে। তাবিজ গ্রহণ করা যাবে না। আল্লাহ আপনার কষ্ট দূর করে দিন।