আসসালামু আলাইকুম শায়েখ, আমি দুপুর ১২:১৫ মিনিট এর দিকে ফরজ গোসল আদায় করি। এখন আমাদের এলাকায় যোহরের জামাত ১:৩০ মিনিটে শুরু হয়। আমি ওযু ছাড়া নামায আদায় করতে পারবো??
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। ফরজ গোসল করার পর ওযু ভাঙ্গার কোন কিছু না হলে নতুন করে আর ওযু করা লাগবে না। যতক্ষন ওযু না ভাঙ্গে ততক্ষন নামায, কুরআন তেলাওয়াতসহ যে সব ইবাদে ওযু প্রয়োজন হয় সব ইবাদত ঐ ফরজ গোসল দ্বারাই করতে পারবেন।