আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার জানার বিষয় হলো… বিয়ের দিন যে বর-কনে কে বিদায়ের সময় ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে পানি ছিটা দেওয়া হয় এবং ছেলের বাড়িতেও ঘরে তোলার আগে এভাবে বাহিরে দাঁড় করে পানির ছিটা দেওয়া হয় । এখন এই কাজটা কি জায়েজ নাকি বেদাত ??