আসসালামু আলাইকুম, কেউ যদি মেসেজ করে সালাম দেয় এবং কোনও প্রশ্ন করে তার উত্তরে যদি ওয়ালাইকুম আসসালাম মনে মনে বলে শুধু প্রশ্নের উত্তরটা লিখে সেটা কি ভুল হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। মনে মনে সালামের উত্তর দেয়ার কোন নিয়ম ইসলামে নেই। সালাম মুখে দিলে উত্তরও মুখে দিতে হবে। লিখে পাঠালে উত্তরও লিখতে হবে। আল্লাহ তায়ালা বলেন,
وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا
আর তোমাদেরকে যদি কেউ সালাম প্রদান করে, তাহলে তোমরা তাকে আরোও উত্তমরূপে সালামের উত্তর দাও অথবা তারই মত ফিরিয়ে বল। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে হিসাব গ্রহণকারী। (সুরা নিসা : আয়াত ৮৬)