আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6765

গুনাহ

প্রকাশকাল: 4 মার্চ 2024

প্রশ্ন

আমি আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ, রোজা, হালাল-হারাম মেনে চলয়ার সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু তবু আমি পাপে জড়িয়ে পরছি। বিশেষ করে অশ্লীলতা সংক্রান্ত পাপ। আমি এক ভুল বারবার করছি। আমি একই ভুল একবার করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি,কান্না করেছি তবু আমি আবার শয়তানের ধোকায় জেনায় জড়িয়ে পড়েছি। আমি কিছুতেই শান্তি পাচ্ছিনা৷ আমি কেনো এই পাপ থেকে বাচতে পাড়ছিনা,কি করবো আমি?? আমার খুব ভয় হচ্ছে। দয়া করে আমাকে পরামর্শ দিবেন এবং আমার জন্য দোয়া করবেন।।

 

উত্তর

পাপ থেকে বাঁচার অন্যতম উপায় হলো পাপের পরিবেশ বর্জন করা এবং পাপের উপকরণসমূহ থেকে দূরে থাকা। যে পরিবেশে গেলে পাপ হয় সেসব জায়গায় যাবেন না। যেখানে ভাল কাজ হয় সেখানে থাকবেন। পাপের অন্যতম উপকরণ হলো মোবাইল, সুতরাং পাপ থকে বাঁচতে এ্যান্ড্রুয়েড ফোন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। গান-বাজনা, ছেলে-মেয়েরা একসাথে থাকে এমন সকল অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকবেন। সকল ফরজ-ওয়াজিব ইবাদতগুলো নিয়মিত পালন করবেন। আর স্থানীয় একজন আলেমের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলবেন, তার সাথে পরামর্শ করে সব কাজ করবেন।