আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6761

আকীদা

প্রকাশকাল: 2 মার্চ 2024

প্রশ্ন

আমার প্রশ্ন হলো যদি মানুষকে সতর্ক করার জন্য কারো ব্যাপারে তার অগোচরে তার খারাপ দিকের সত্য প্রকাশ করা হয় তাহলে সেটা কি গীবত হবে? ধরুন বিয়ে-সাদীর ব্যাপারে যখন খোঁজ খবর করা হয় তখন কোন পুরুষ বা নারীর ব্যাপারে আমার জানা তার কোন খারাপ সত্য যদি তার অগোচরে আমি অন্যের কাছে প্রকাশ করি তাহলে সেটা গীবত হবে কি?

উত্তর

খারাপ মানুষের অনিষ্ঠতা সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে দোষত্রুটি বর্ণনা করলে সেটা গীবত হিসেবে গণ্য হবে না।