আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6756

নামায

প্রকাশকাল: 2 মার্চ 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি অনিচ্ছাকৃতভাবে (এলার্ম বাজলেও উঠতে পারিনি) ফজরের নামাজের আগে ঘুম না ভাঙ্গে এবং ঘুম ভাঙার সাথে সাথে দেখা যায় যে এক থেকে দুই মিনিট আগে সূর্যোদয় হয়ে গেছে, তাহলে সেই সময়ই ফজরের নামাজ আদায় করা উচিত নাকি নিষিদ্ধ সময়ে পার হওয়ার পর ফজরের নামাজ আদায় করা উচিত?

 

উত্তর

ওয় আলাইকুমুস সালাম। বিষয়টি নিয়ে ফকীহদের মাঝে মতভেদ আছে। একবার ঘুম থেকে উঠতে দেরী হওয়ার কারণে রাসূলুল্লাহ সা. নিষিদ্ধ সময় পার হওয়ার ফজরের নামায আদায় করেছিলেন। এই কারণে হানাফী মাজহাবের আলেমগণ বলেছেন, নিষিদ্ধ সময় পার হওয়ার পর ফজরের নামায পড়বে। অনেক ফকীহ ঘুম থেকে উঠেই নামায পড়তে বলেছেন। এটাও হাদীসে আছে।