আসসালামু আলাইকুম। আমার আব্বু একজন ফার্মেসী ব্যবসায়ী। তিনি রোগী দেখেন এবং ওষুধ বিক্রি করেন। একটি ওষুধের কোম্পানি তাদের পন্য আমাদের কাছে বিক্রি করে যেন আমরা তা রোগীদের কাছে বিক্রি করি।
তারা আমাদের একটা টার্গেট ও দিয়ে থাকে যে একটি নিদ্রিষ্ট পরিমান টাকার ওষুধ বিক্রি করতে পারলে তারা আমাদের কিছু উপহার ও দিয়ে থাকে। যেমন আমরা টিভি ফ্রিজ ও পেয়েছি।
এখন আমার আব্বু তাদের কে বলেছিল যেন তাদের কোম্পানির ওষুধ যেন ওই বাজারের আর কোন দোকানে না দেয়। এর ফলে ওই কোম্পানির ওষুধ গুলোর জন্য রোগীদের আমাদের দোকানে আসতে হয়।
এখন আমার প্রশ্ন হচ্ছে আমার আব্বু ওষুধ বিক্রি করে যে টাকা টা কামাচ্ছেন সেটা কি হালাল হবে কিনা। আমার জানামতে টিভি নেয়াটা জায়েজ হয়নি। কিন্তু ওষুধ বিক্রি করে যে টাকাটা কামিয়েছেন সেটা হালাল কিনা? একটু বিস্তারিত উত্তর দিলে অনেক সুবিধা হত।
ধন্যবাদ